Sylhet Today 24 PRINT

খাগড়াছড়িতে রোববার সকাল-সন্ধ্যা হরতাল

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মে, ২০১৮

নানিয়ারচরে গুলিতে সজীব হাওলাদার নিহতের প্রতিবাদে ও মহালছড়ি থেকে অপহৃত তিন যুবককে উদ্ধারের দাবিতে খাগড়াছড়িতে রোববার (৬ মে) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বৃহত্তর পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। শনিবার (৫ মে) সকালে বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখা এক প্রতিবাদ সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করে।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন সংগঠনটির জেলা সভাপতি মাঈন উদ্দিন, সহ-সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম।

বক্তারা বলেন, এখনো অপহৃত তিনজনের কোনো খোঁজ নেই। প্রশাসন নিরব ভূমিকায় রয়েছে। এর মাঝে সন্ত্রাসীদের গুলিতে বাঙালি যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

রোববারের মধ্যে অপহৃত তিনজনকে উদ্ধার করতে না পারলে টানা ৭২ ঘণ্টা হরতাল পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

এর আগে, স্থানীয় শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.