Sylhet Today 24 PRINT

সংসদ সদস্য মাইদুল ইসলাম মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ১১ মে, ২০১৮

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী একেএম মাইদুল ইসলাম মারা গেছেন।

বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। হাসপাতালের ডিউটি অফিসার মো. শাহেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। স্ত্রী আগেই মারা গেছেন।

মো. শাহেদ বলেন, মাইদুল ইসলাম হৃদরোগসহ নানা ধরনের শারীরিক সমস্যা নিয়ে ১৫ এপ্রিল ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

মাইদুল ইসলাম উলিপুর আসন থেকে ১৯৭৯ সালে প্রথমবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ৮৬, ৮৮, ও ৯৬, ২০০৮ এবং পরিশেষে ২০১৪ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জিয়াউর রহমান ও হুসেইন মুহাম্মদ এরশাদের মন্ত্রীসভার সদস্য ছিলেন এবং একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.