Sylhet Today 24 PRINT

খুলনায় বাতিল হওয়া ৩ কেন্দ্রে ফের নির্বাচন ৩০ মে

সিলেটটুডে ডেস্ক |  ১৯ মে, ২০১৮

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) বাতিল হওয়া ৩টি কেন্দ্রে আগামী ৩০ মে ফের ভোটগ্রহণ করা হবে।

গত ১৫ মে নির্বাচনের দিন ব্যালট পেপার ছিনিয়ে ভোট দেওয়ার অপরাধে কেন্দ্র ৩টিতে ভোটগ্রহণ বাতিল করা হয়েছিল। কেসিসি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

রিটার্নিং অফিসার মো. ইউনুস আলী বলেন, ‘এ পুনঃভোট গ্রহণের মাধ্যমে ৩১ ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত ৯ ও ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চূড়ান্ত করা হবে। ৩টি ভোটকেন্দ্রের ফলাফলের কারণে ওই ৩টি ওয়ার্ডের কাউন্সিলর ঘোষণা করা যাচ্ছে না। কেন্দ্র ৩টিতে পুনঃভোট গ্রহণের ব্যাপারে নির্বাচন কমিশন থেকে দেওয়া নির্দেশনার আলোকে এ দিন নির্ধারণ করা হয়েছে।’

কেন্দ্র ৩টি হচ্ছে- কেসিসির সাধারণ ওয়ার্ড ২৪ (সংরক্ষিত ওয়ার্ড ৯) এর ২০২ নং ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় (একাডেমিক ভবন-২), সাধারণ ওয়ার্ড ৩১ (সংরক্ষিত ১০ নম্বর) ২৭৭ নং লবণচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৭৮ নং ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় কেন্দ্র।

গত ১৫ মে অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে ৬৭ হাজার ৯৭৬ ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আবদুল খালেক।

এই নির্বাচনের মধ্যে দিয়ে দলীয় প্রতীকে প্রথমবারের মতো সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.