Sylhet Today 24 PRINT

টাঙ্গাইলে জন্মের আড়াই ঘণ্টা পরেই ‘মৎস্যকন্যার’ মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২১ মে, ২০১৮

টাঙ্গাইলের সখীপুরে ‘মারমেইড সিনড্রোম’ রোগে আক্রান্ত হয়ে জন্ম নেয়া একটি শিশু জন্মের আড়াই ঘণ্টা পরই মারা গেছে। রোববার (২০ মে) সন্ধ্যায় ওই শিশুটি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে জন্মগ্রহণ করে। শিশুটির মা উপজেলার বাঘেরবাড়ি গ্রামের কৃষক আনিছুর রহমানের স্ত্রী মর্জিনা আক্তার।

জানা যায়, ‘মারমেইড সিনড্রোম’ এ আক্রান্ত শিশুদের মূলত ‘মৎস্যকন্যা’ বলে অভিহিত করা হয়ে থাকে। তাদের দুটি পা জোড়া লাগানো থাকে এবং প্রজনন অঙ্গ থাকে না। ফলে লিঙ্গ চিহ্নিত করা সম্ভব হয় না।

ওই হাসপাতালের চিকিৎসক মো. আবদুস সাত্তার বলেছেন, সাধারণত প্রতি লাখে এমন একটি শিশু জন্মগ্রহণ করে থাকে। শিশুটি মারমেইড সিনড্রোমের (আক্রান্ত) শিকার। এর আভিধানিক অর্থ হচ্ছে মৎস্যকন্যা। ওই শিশুর মাথা থেকে কোমর পর্যন্ত মানুষের এবং নিচের অংশ মাছের লেজের মতো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.