Sylhet Today 24 PRINT

বান্দরবানে পাহাড় কাটার সময় মাটিচাপায় নিহত ৫

সিলেটটুডে ডেস্ক |  ২১ মে, ২০১৮

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে ৫ শ্রমিক নিহত হয়েছেন।  ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (২১ মে) সকালে মনজয় পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, স্থানীয় রুপায়ন বড়ুয়া নামে একজনের নির্দেশে পাহাড় কাটতে যান তারা। অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি চাপা পড়েন শ্রমিকরা। এতে ঘটনাস্থলেই নিহত হন ৫ জন। হতাহতদের বাড়িও একই এলাকায় বলে জানা গেছে।

ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গতবছর প্রবল বর্ষণে পাহাড় ধসে মারা যান ১২০ জন। আর আহত হন দুই শতাধিক মানুষ। এসময় সব হারিয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছিলেন প্রায় তিন হাজার মানুষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.