Sylhet Today 24 PRINT

প্রতিটি উপজেলায় প্রতিবন্ধীদের জন্য বিদ্যালয় খোলা হচ্ছে: আফিল উদ্দিন

বেনাপোল প্রতিনিধি |  ০২ জুন, ২০১৮

সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেছেন, আমাদের মত সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে প্রতিবন্ধীদের। তারাও আমাদের মত মানুষ। তারা আমাদের ভাই, বোন, স্বজন অথবা নিকটাত্মীয়। আমাদের যেমন সমাজে অধিকার রয়েছে, তাদেরও রয়েছে। বর্তমান সরকার প্রতিবন্ধীদের সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষার উন্নয়ন নিয়ে কাজ করছেন, যার সুফল ইতিমধ্যে পেতে শুরু করেছে তারা। প্রতিটা উপজেলা তাদের জন্য খোলা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় ও থেরাপি সেন্টার। দেশের জনগণ জানেন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী কন্যা পুতুল অটিজমের নিয়ে কাজ শুরু করেছেন, যা বিশ্ব দরবারে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

শনিবার (২ জুন) সকালে ১০নং শার্শা ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিবন্ধীদের জন্য প্রাথমিক বিদ্যালয় ও থেরাপি সেন্টারের উদ্বোধনকালে তিনি এ কথাগুলো বলেন।  

উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আবু বক্করের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল, জেলা সমাজ সেবা উপপরিচালক অসিত কুমার শাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমেদ মিন্টু, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, ১০নং শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহারাব হোসেন, শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোরাদ হোসেন, যুবলীগ নেতা আজাদ, আনার হোসেন, মুক্তার হোসেন, ছাত্রলীগ নেতা আব্দুর রহিম সরদার, বাস্তুহারা লীগ নেতা আবুল হোসেন, ইউপি সদস্য নাছিম রেজা, আব্দুল খালেক, মমিনুর রহমান, শিরিনা খাতুন প্রমুখ।

এর আগে প্রতিবন্ধীদের জন্য প্রাথমিক বিদ্যালয় ও থেরাপি স‌েন্টারের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.