Sylhet Today 24 PRINT

শতাধিক গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে আজ

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুন, ২০১৮

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশের শতাধিক গ্রামে আজ শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।  

শুক্রবার (১৫ জুন) বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে আগামীকাল দেশের বেশিরভাগ মানুষই ঈদ উদযাপন করবে। কিন্তু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এক দিন আগে চাঁদ দেখা যাওয়ায় সেইসব দেশে আজ ঈদ উদযাপিত হচ্ছে।

আর তাদের সঙ্গে মিল রেখে দেশের কয়েকটি জেলার শতাধিক গ্রামে আজ ঈদ উদযাপন করা হচ্ছে।

এর মধ্যে চট্টগ্রামের আনোয়ারাসহ দক্ষিণ চট্টগ্রামের ৪০, চাঁদপুরের ৪০, পটুয়াখালীর ২২, জামালপুরের ১০, পিরোজপুরের ৮, শরীয়তপুরের ৫ ও লক্ষ্মীপুরে ১০ গ্রামে মুসল্লিরা ঈদ উদযাপন করছেন।

চাঁদপুরের ৪০টি গ্রামের ৫০ হাজার মুসল্লি সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে ঈদ জামাতে নামাজ পড়েন।

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলার প্রায় ৪০ গ্রামের অনেকেই আজ শুক্রবার ঈদ উদযাপন করছেন। সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা ২০০ বছর আগে থেকেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছে।

পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর গ্রামের বদরপুর দরবার শরিফ প্রাঙ্গণের বদরপুর দরবার শরিফ জামে মসজিদে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় জামালপুরের সরিষাবাড়ী পৌর শহরের উত্তর বলারদিয়ার গ্রামের আজিম উদ্দিন মাস্টারের বাড়ির ঈদগা মাঠে ১০টি গ্রামের চার শতাধিক মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

পিরোজপুরের মঠবাড়িয়া ও নাজিরপুর উপজেলার আটটি গ্রামের ৬০০ পরিবার ঈদুল ফিতর উদযাপন করছে। এছাড়া, লক্ষ্মীপুরের ১০টি গ্রামের সহস্রাধিক মানুষও আজ ঈদ উদযাপন করছে।

ঈদকে ঘিরে এইসব এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.