Sylhet Today 24 PRINT

বান্দরবানে পাহাড় ধসে এক পরিবারের ৩ জনসহ নিহত ৪

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জুলাই, ২০১৮

বান্দরবানের লামা উপজেলায় একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি কালাইয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে একই পরিবারের তিনজন হলেন, কালাইয়া পাড়ার বাসিন্দা মো. মাঈন উদ্দিনের ছেলে মো. হানিফ (৩০), হানিফের স্ত্রী রেজিয়া খাতুন (২৫) ও মেয়ে হানিফা আক্তার (৩)। পরিবারের অন্য সদস্যরা ঘরের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল থেকে টানা বর্ষণ শুরু হয়। এ সময় মাঈন উদ্দিনের বসতঘরের ওপর আচমকা পাহাড় ধসে পড়ে। এতে ঘুমন্ত মো. হানিফ, তার স্ত্রী ও সন্তান মারা যায়। খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বান্দরবানের কালাঘাটা বীর বাহাদুর নগর এলাকায় পাহাড় ধসে প্রতিমা রানী দে (৪৫) নামের এক নারী নিহত হন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, বান্দরবানে রাত থেকে ভারিবর্ষণ হচ্ছিল। বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে মঙ্গলবার দুপুরের দিকে এ ধসের ঘটনা ঘটে। ওই পরিবার পাহাড়ের ঢালে ঘর তুলেছিল। পাহাড় ধসের সময় প্রতিমা ছাড়া ঘরে আর কেউ ছিল না। লাশটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

২০১৭ সালের ১১ থেকে ১৩ জুন ভারি বর্ষণের কারণে পাহাড় ধসে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি ও মৌলভীবাজার জেলায় অন্তত ১৫৬ জনের মৃত্যু হয়।  এর মধ্যে বান্দরবানে মৃত্যু হয় ৬ জনের।

এদিকে সোমবার রাত থেকে ভারি বৃষ্টির কারণে রুমা উপজেলা ১২ মাইল নামক এলাকায় পাহাড় ধসে জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া স্বর্ণ মন্দির এলাকায় একটি ব্রিজ পানিতে তলিয়ে যাওয়ায় জেলার সঙ্গে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.