Sylhet Today 24 PRINT

বেনাপোলে ৫০ হাজার ইউএস ডলারসহ ১জন আটক

বেনাপোল প্রতিনিধি  |  ১৪ জুলাই, ২০১৮

বেনাপোলের পুটখালী সীমান্ত পথে ভারতে পাচারের সময় ৪২ লাখ টাকা মূল্যের ৫০ হাজার ইউএস ডলারসহ আক্তারুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বেনাপোল পোর্টথানাধীন বালুন্ডা গ্রামের ইউছুফ আলীর ছেলে আক্তারুল পাচারকারী দলের সদস্য বলে জানিয়েছে বিজিবি।  
   
শনিবার (১৪ জুলাই) বিকাল ৩টার দিকে ভারতের সীমান্তবর্তী এলাকা বেনাপোলের খলসি বাজার থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা বৈদেশিক মুদ্রার চালানটি আটক করে।

বিজিবি জানায়, বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রার একটি চালান পাচার হবে এমন খবরে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়। এক পর্যায়ে খলসি বাজার সংলগ্ন পাকা রাস্তার উপরে পাচারকারীর মটর সাইকেলের গতিরোধ করে তার কাছ থেকে ৫০হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়।  

২১ বিজিবির ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার মেজর সৈয়দ সোহেল আহম্মদ জানান, জব্দকৃত ডলারসহ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মুদ্রা পাচার আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.