Sylhet Today 24 PRINT

ঝিনাইদহে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জুলাই, ২০১৮

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

মঙ্গলবার (১৭ জুলাই) রাত সোয়া ১১টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার ভাতুরিয়া গ্রামে গোলাগুলির ওই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৬ এর ঝিনাইদহ কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার গোলাম মর্শেদ।

নিহত আমিরুল ইসলাম ওরফে পচা (৪২) হরিণাকুণ্ডু উপজেলার ভায়না গ্রামের রহিম বক্সের ছেলে।

র‌্যাব জানায়, আমিরুল ইসলাম ওই এলাকায় একটি সন্ত্রাসী দল পরিচালনা করে আসছিলেন। স্থানীয়রা তার দলকে চেনে ‘পচা বাহিনী’ নামে। থানায় আমিরুলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে সাতটি মামলা রয়েছে।

র‌্যাব কর্মকর্তা গোলাম মর্শেদ বলেন, একদল ডাকাত ভাতুরিয়া গ্রামে জড়ো হয়েছে খবর পেয়ে তাদের একটি টহল দল সেখানে অভিযানে যায়। এ সময় ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে ১০-১২ মিনিট গোলাগুলির পর ডাকাত দল পিছু হটে যায়। তখন ঘটনাস্থলে আমিরুল ইসলাম ওরফে পচাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান র‌্যাব কর্মকর্তা মর্শেদ।

তিনি বলছেন, এ অভিযানে র‌্যাবের তিন সদস্যও আহত হয়েছেন। তাদের হরিণাকুণ্ডু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি দোনালা বন্দুক, দুটি গুলি, একটি হাসুয়া এবং কিছু টাকা উদ্ধার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.