Sylhet Today 24 PRINT

কক্সবাজারে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুলাই, ২০১৮

কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের চার শিশুসহ মোট পাঁচ শিশু নিহত হয়েছে।

বুধবার ভোরে শহরের রুমালিয়ারছড়ার বাঁচামিয়া ঘোনায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৪ শিশু এবং রামু উপজেলায় আরেক শিশু নিহত হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল এসব তথ্য নিশ্চিত করেছেন।

রুমালিয়ারছড়ার একই পরিবারের নিহত ৪ শিশু হল- জামাল হোসেনের ছেলে আবদুল খাইর (৮) ও তিন মেয়ে মর্জিয়া আকতার (১৪), কাফিয়া আকতার (১০) ও খাইরুন্নেছা (৬)। নিহত অপর শিশু হল- রামুর পানেরছড়া গ্রামের জাকির হোসেনের ছেলে মোর্শেদ আলম (৬)।

অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক টুটুল বলেন, চার শিশুই ঘরে ঘুমিয়ে ছিল। হঠাৎ পার্শ্ববর্তী পাহাড় বাড়ির ওপর ধসে পড়ে। এতে ঘুমন্ত চার শিশু মাটির নিচে চাপা পড়ে। শিশুদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ দিকে রামুর পানেরছড়া এলাকায় একটি বাড়ির ওপর পাহাড় ধসে পড়লে ৩ জন চাপা পড়ে। পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশু মোর্শেদ আলমকে (৬) মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.