Sylhet Today 24 PRINT

লাশ পচেনি দুই বছরেও!

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুলাই, ২০১৮

মাদারীপুরের শিবচরের মাদবরচর এলাকায় দাফনের দুই বছর পর বিএনপি নেতা নাজমুল হুদা চৌধুরীর লাশ উত্তোলন করেছেন তার পরিবারের লোকজন। এসময় লাশটি অক্ষত রয়েছে বলে দেখা যায়।

মঙ্গলবার (২৪ জুলাই) বিকেলে তার লাশ উত্তোলন করা হয়। পরে দ্বিতীয় বার জানাজার নামাজ শেষে বাড়ির পাশে লাশটিকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পের রেল লাইনের সীমানায় পড়ার কারণে নাজমুল হুদা চৌধুরী মিঠুর কবরটি অন্যত্র সরানো জন্য কবরটি খোঁড়া হয়। খোঁড়ার পর দেখা যায়, কবরে দাফনকৃত লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। এমনটি লাশে কোনো পচন ধরেনি। দাফনের সময় কাফনের কাপড়টি যেরকম ধবধবে ছিল ঠিক সেরকমই ধবধবে রয়েছে।

এ ঘটনা শুনে এলাকার সাধারণ মানুষ লাশটি দেখতে আসেন। লাশটি উত্তোলন করে নতুন করে জানাজা নামাজ পড়ানো হয় এবং বাড়ির পাশে দাফন করা হয়।

মৃত নাজমুল হুদা চৌধুরী মিঠু শিবচর উপজেলা বিএনপির সভাপতি পদে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন।

নাজমুল হুদা চৌধুরী মিঠুর আত্মীয় মোশাররফ মুন্সী বলেন, মিঠু চৌধুরীর কবরের উপর দিয়ে রেলসেতু পড়ায় আমরা কবরটি অন্যত্র সরাতে খুঁড়ছিলাম। খোঁড়ার পর দেখি লাশটি সম্পূর্ণ অক্ষত। আমাদের বিশ্বাস হচ্ছে না; কীভাবে দুই বছর পর্যন্ত একটি লাশ অক্ষত অবস্থায় থাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.