Sylhet Today 24 PRINT

চুয়াডাঙ্গায় চরমপন্থী নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ২৫ আগস্ট, ২০১৮

লাশ দেখতে উৎসুক জনতার ভিড়। ছবি: সমকাল

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের ছালাভরা মাঠ থেকে চরমপন্থী নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম বারী হকের (৪৫), সে পাশের নতিপোতা গ্রামের পচু শেখের ছেলে।

শনিবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার হোগলডাঙ্গা গ্রামের ছালাভরা নামক মাঠে একটি বেগুন খেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তবে নিহত ব্যক্তির পরিবারের দাবি, সাদাপোশাকের পুলিশ তাঁকে তুলে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে।

এদিকে পুলিশ বলছে, চরমপন্থিদের অভ্যন্তরীণ বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে বারী হক খুন হতে পারেন।

এব্যাপারে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, বারী হক এলাকার শীর্ষ সন্ত্রাসী ছিলেন। হত্যা, গুম ও চাঁদাবাজিসহ তার নামে ১২টি মামলা রয়েছে। দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের করিমপুর গ্রামের মৃত পচু শেখের ছেলে বারী হক।

ওসি আরও বলেন, কৃষকরা মাঠে কৃষি কাজ করতে গিয়ে লাশ দেখে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বারী হক এলাকার রুহুল বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। অভ্যন্তরীণ দলীয় কোন্দলে এই হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে বারী হকের মৃত্যুতে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। কেউ কেউ আবার মিষ্টি বিতরণ করেছেন বলেও জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.