Sylhet Today 24 PRINT

চলনবিলে নৌকাডুবি: ৩ জনের মরদেহ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০১৮

পাবনার চাটমোহরের চলনবিলে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শাহনাজ পারভিন (৪৫) ও দুপুর আড়াইটার দিকে সাদিয়া (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে শুক্রবার রাতে বিল্লাল গণির স্ত্রী শিউলি বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহনাজ পারভিন ঈশ্বরদী উপজেলার মোশাররফ হোসেন মুসার স্ত্রী ও সাদিয়া ঈশ্বরদীর খন্দকার মার্কেটের ব্যবসায়ী স্বপন বিশ্বাসের মেয়ে।

এ ঘটনায় এখনও ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. বিল্লাল গণি (৫৫), ঈশ্বরদী খন্দকার মার্কেটের ব্যবসায়ী স্বপন বিশ্বাস নিখোঁজ রয়েছেন। তবে উদ্ধার অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম।

শুক্রবার বিকেলে একটি বড় নৌকায় চলনবিলে ২৩ জন ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন। এর কিছুক্ষণ পর সন্ধ্যায় পাইকপাড়া নামক স্থানে নৌকাটি উল্টে যায়। সেখানে পানির গভীরতাও ছিল বেশি। অন্যান্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও ৫ জন নিখোঁজ হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.