Sylhet Today 24 PRINT

চট্টগ্রামে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১

সিলেটটুডে ডেস্ক |  ০২ সেপ্টেম্বর, ২০১৮

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি রেলক্রসিংয়ে উঠে পড়া বাসে ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন।

রোববার (২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে মিরসরাইয়ের বারৈয়ারহাট রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে থানার ওসি মোস্তাফিজ ভূঁইয়া জানান, ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ওই রেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে খাগড়াছড়িগামী এস আলম পরিবহনের একটি বাস রেললাইনের ওপর এসে পড়ে।

মিরসরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আজম বলেন, ট্রেনের ধাক্কায় বাসটি উল্টে লাইনের ওপর পড়ে। ওই অবস্থায় বাসটিকে ঠেলে প্রায় ৫০ মিটার সামনে নিয়ে ট্রেনটি থামে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুমড়ে মুচড়ে যাওয়া বাসটি থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পুলিশ জানায়, নিহত সুনির্মল চাকমার (৫৫) বাড়ি খাগড়াছড়ি জেলায়। আহত ২২ জনের মধ্যে বাসের চালকের অবস্থা গুরুতর। চালকসহ মোট ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

রেলওয়ে থানার ওসি মোস্তাফিজ ভূঁইয়া আরও বলেন, এই দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম লাইনে রেল চলাচল বন্ধ হয়ে যায়। লাইনের ওপর থেকে বাসটি সরিয়ে নেওয়ার পর ভোর ৫টা ৫০ মিনিট থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.