Sylhet Today 24 PRINT

আশুলিয়ায় নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০২ সেপ্টেম্বর, ২০১৮

ঢাকার আশুলিয়ায় বংশী নদীতে গোসল করতে নেমে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে।

রোববার (২ সেপ্টেম্বর) দুপুরে ডগরতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থীরা হল আশুলিয়ার কাইছাবাড়ির সিরাজুল খন্দকারের ছেলে জে এল মডেল স্কুলের ৭ম শ্রেণির ছাত্র সোহাগ খন্দকার এবং একই এলাকায় ইকবাল হোসেনের ছেলে আইডিয়াল মডেল স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মাসুদ হোসেন।

প্রত্যক্ষদর্শী জিল্লুর হোসেন জানান, জন্মাষ্টমী উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকায় আট শিক্ষার্থী ডগরতলী এলাকায় বংশী নদীতে গোসল করতে নামে। সেখানে নদীর স্রোতে সোহাগ ও মাসুদ তলিয়ে যায়।

তিনি আরও বলেন, তাদের অন্য সহপাঠীরা সাঁতরে কূলে উঠলেও সোহাগ ও মাসুদ ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা প্রথমে নদীতে জাল ফেলে তাদের খুঁজতে থাকেন। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে সোহাগ খন্দকারের লাশ স্থানীয় জেলেরা জাল ফেলে উদ্ধার করেছেন। পরে বেলা ২টায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা মাসুদের লাশ উদ্ধার করেন।

শিক্ষার্থী ইকবাল জানান, আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে আমরা সবাই নদীতে গোসল করতে নামি। এ সময় দুইজন স্রোতের টানে ডুবে যায়। অন্যরা সবাই সাঁতরিয়ে উঠে পড়ে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল হামিদ মিয়া বলেন, ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সোহাগের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.