Sylhet Today 24 PRINT

টেকনাফে তিন রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যার চেষ্টা

সিলেটটুডে ডেস্ক |  ০৩ সেপ্টেম্বর, ২০১৮

টেকনাফ উপজেলায় গলাকাটা অবস্থায় তিন রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে পুলিশ। তাদের গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চাকমারকুল এলাকায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে তাদেরে উদ্ধার করা হয়েছে।

টেকনাফের হোয়াইক্যং পুলিশ চৌকির কর্মকর্তা (এসআই) দীপংকর কর্মকার এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে খবর পেয়ে পুলিশের একটি দল স্থানীয়দের সহযোগিতায় সকাল ৯টার দিকে পাহাড়ের ভেতর থেকে তিন রোহিঙ্গা যুবককে গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়। তাদের দ্রুত কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে। ওই যুবকদের গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছিল।

তিনি আরো বলেন, যুবকদের পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি। সেখানে আরো কেউ নিখোঁজ আছে কিনা তল্লাশি চালানো হচ্ছে। তবে তাদের কে বা কারা হত্যার চেষ্টা করছিল, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, পাহাড়ের ভেতর থেকে গলা কাটা তিন যুবককে উদ্ধার করা হয়েছে। তারা এখনও বেঁচে আছে। চিকিৎসার জন্য দ্রুত তাদের কক্সবাজারে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.