Sylhet Today 24 PRINT

বেনাপোলে ১০টি স্বর্ণের বার ও ৯০ হাজার মার্কিন ডলার সহ আটক ৩

বেনাপোল প্রতিনিধি |  ০৬ সেপ্টেম্বর, ২০১৮

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বার ও ৮৯ হাজার ৮০০ মার্কিন ডলারসহ ৩ জনকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকালে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

যশোর-বেনাপোল মহাসড়কে আমড়াখালী বিজিবি চেকপোষ্টে ডলারসহ আটক হন যশোরের খড়কি এলাকার মমিনুল ইসলামের ছেলে হাসান আলী। শালকোনা গাতিপাড়া সীমান্তে স্বর্নসহ আটক হন নড়াইলের নড়াগাতি গ্রামের আমির হোসেনের ছেলে আব্দুর রহমান ও একই গ্রামের কাওসারের ছেলে মাসুদুর রহমান।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, স্বর্ণ ও ডলারসহ আটক তিনজনের নামে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.