Sylhet Today 24 PRINT

নারায়ণগঞ্জে গোলাগুলিতে নিহত ২

সিলেটটুডে ডেস্ক |  ১১ সেপ্টেম্বর, ২০১৮

নারায়নগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। ডাকাত দলের দুই গ্রুপের গোলাগুলিতে একজন মারা যান। অপরদিকে বন্দর উপজেলায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ভোর ৪টায় বন্দরে সোনাচড়া এলাকায় ওই ঘটনা ঘটে। পুলিশের দাবি- নিহত ব্যক্তি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য।

নিহতের মধ্যে ১জন এর নাম মো. ইব্রাহিম (৪০)। তার বাড়ি রূপগঞ্জ এলাকায়।

পুলিশ জানায়, সোনাচড়া এলাকাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি টিম অভিযান চালালে তাদের লক্ষ্য করে ডাকাতেরা গুলি ছোঁড়ে। বিপরীতে পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোঁড়ে। উভয়পক্ষের গোলাগুলিতে পড়ে ইব্রাহিমের মৃত্যু ঘটে। এসময় আহত হন এসআই সাইয়াদুল ও এএসআই ইলিয়াছ খান।

ঘটনাস্থল হতে ৩টি ককটেল, ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে বলে বন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল আলীম জানান।

এদিকে, রূপগঞ্জ থানার এসআই সাজাউল ইসলাম জানান, পূর্বাচলে গোলাগুলির ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এ বিষয়ে ওসি রূপগঞ্জ পরে প্রেস ব্রিফিং করে সকল তথ্য জানাবেন বলেও গণমাধ্যমকে জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.