Sylhet Today 24 PRINT

পুলিশের জন্যে ভারত থেকে আসলো ২০টি ঘোড়া

বেনাপোল প্রতিনিধি |  ২০ সেপ্টেম্বর, ২০১৮

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে পুলিশ‌ের বিশেষ প্রশিক্ষণ‌ের জন্য ভারত থেকে ২০টি প্রশিক্ষণপ্রাপ্ত রাইডিং ঘোড়া আমদানি করা হয়েছে।  

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকালে এ ঘোড়াগুলো দেশে প্রবেশ করেছে।

এ ঘোড়াগুলো বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার  আমদানি করেছে। আর ভারতের প্রিতম সিং ঠান্ডু এন্ড সন্স নামে এক রপ্তানিকারক প্রতিষ্ঠান এই ঘোড়াগুলো বাংলাদেশে রপ্তানি করেছেন।

ঘোড়াগুলোর আমদানি মূল্য ১ লাখ ৭৯ হাজার ২০০ মার্কিন ডলার। সরকারের রাজস্ব দেওয়া হয়েছে ১৫ লাখ ৪২ হাজার টাকা।  

বেনাপোল কাস্টমস হাউসের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর ঘোড়াগুলো সাভার ডেইরি ফার্মে নিয়ে যাওয়া হবে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম জানান, পুলিশ‌ের বিশেষ প্রশিক্ষণ‌ের জন্য উন্নত জাতের প্রশিক্ষণপ্রাপ্ত এ রাইডিং ঘোড়াগুলো ঢাকাস্থ বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে ব্যবহারের জন্য ভারত থেকে আমদানি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.