Sylhet Today 24 PRINT

খুলনায় প্রতিমা ভাঙচুরের অভিযোগ

সিলেটটুডে ডেস্ক |  ০৬ অক্টোবর, ২০১৮

খুলনায় খালিশপুর ক্রিসেন্ট জুট মিলের মন্দিরে প্রতিমা ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ অক্টোবর) রাতের যে কোনো সময় মহানগরের ক্রিসেন্ট মিলের মন্দিরে দুর্বৃত্তরা হামলা চালায় বলে অভিযোগটি তোলেন  মন্দির কর্তৃপক্ষ।

এদিকে স্থানীয়রা জানান, শুক্রবার রাতে হিন্দুধর্মাবলম্বীরা মন্দিরে পূজা শেষে বাড়ি ফিরে যান। শনিবার সকালে আবার মন্দিরে আসলে দুর্গা প্রতিমার হাত, গণেশের শুঁড় ও লক্ষ্মী প্রতিমা ভাঙাচুরা অবস্থায় দেখতে পান। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এ সব প্রতিমা তৈরির কাজ চলছিলো বলে জানান তারা। পরে সকালেই মন্দির কর্তৃপক্ষ পুলিশে খবর দেন।

এ ব্যাপারে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, শনিবার সকালে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে প্রতিমার কয়েকটি অংশ ভাঙচুর অবস্থায় দেখতে পাই।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আ.লীগের কেন্দ্রীয় নেতা এস-এম কামাল হোসেন। এসময় তিনি বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কোনো অপশক্তি ঘটনাটি ঘটিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.