Sylhet Today 24 PRINT

গ্যাসের চুলা থেকে আগুন লেগে নিহত ১, দগ্ধ ৭

সিলেটটুডে ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০১৮

রাজধানী ঢাকার উত্তরখানে গ্যাস লাইনের লিকেজ থেকে একটি বসত বাড়িতে আগুন লেগে একজন নিহত ও দগ্ধ হয়েছেন আরও সাতজন।

শনিবার (১৩ অক্টোবর) ভোরে অগ্নিকাণ্ডের পর অগ্নিদগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে ফায়ার সার্ভিস।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় মো. আজিজুল (২৭) নামে একজনের মৃত্যু ঘটে। আজিজুলের শরীরের ৯৯ শতাংশ আগুনে পুড়েছিল।

আগুনের ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ডাব্লু (৩৩), আনজু (২৫), আব্দুল্লাহ (৫), মুসলিমা (২০), পূর্ণিমা (৩৫), সুফিয়া (৫০) ও সাগর (১২)।

চিকিৎসকের বরাতে এসআই বাচ্চু মিয়া বলেন, এদের মধ্যে আনজু ও আব্দুল্লাহ ছাড়া বাকিদের অবস্থা গুরুতর।

হতাহতরা তিনটি পরিবারের এবং একে অপরের আত্মীয়। তাদের সবার বাড়ি পাবনার ভাঙ্গুরায়। তাদের মধ্যে কেউ রিকশাচালক, কেউ পোশাক শ্রমিক।

উত্তরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ভোর ৪টার দিকে উত্তরখানের ব্যাপারীপাড়ার একটি তিনতলা ভবনের নিচতলায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লাগে। আহতদের বরাতে তিনি বলেন, ভোরে রান্না ঘরের চুলা জ্বালতে গেলে পুরো ঘরে আগুন লেগে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.