Sylhet Today 24 PRINT

সিরাজগঞ্জে ধর্ষণের দায়ে ২ জনের যাবজ্জীবন

সিলেটটুডে ডেস্ক |  ১৬ অক্টোবর, ২০১৮

গৃহবধূকে ধর্ষণের দায়ে সিরাজগঞ্জে দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ মামলার রায় ঘোষণা করেন।

এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা না দিলে তাদের আরও এক বছর কারাগারে থাকতে হবে।

সাজাপ্রাপ্তরা হলেন জেলা শহরের কোবদাসপাড়া মহল্লার আব্দুল মমিন (৪০) ও হাফিজুল ইসলাম ওরফে বাবু (৪২)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার আরও তিন আসামিকে খালাস দিয়েছে আদালত।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১১ অক্টোবর শহরের রানীগ্রাম মহল্লার এক গৃহবধূ বোনের বাড়ি যাওয়ার পথে ধর্ষণের ঘটনায় এ মামলা হয়।

আদালতের পিপি আব্দুল হামিদ লাভলু মামলার নথির বরাত দিয়ে জানান, বোনের বাড়ি যাওয়ার জন্য ওই গৃহবধূ রানীগ্রাম ক্লোজার এলাকায় রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় আসামিরা তাকে একা পেয়ে মুখ চেপে ধরে নিয়ে যায়। কোবদাসপাড়া মহল্লায় পানি উন্নয়ন বোর্ডের ১ নম্বর গেটের পাশে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেন ওই গৃহবধূ। তদন্ত শেষে পুলিশ পাঁচজনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেয়। সাক্ষ্য-প্রমাণে মমিন ও হাফিজুলকে দোষী সাব্যস্ত করে আদালত তাদের যাবজ্জীবন দিয়েছে। অন্য তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.