Sylhet Today 24 PRINT

ফেসবুকে কাদেরের ছবি বিকৃতি, নারী গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১৬ অক্টোবর, ২০১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি ফটোশপের মাধ্যমে বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় রওশন আরা রুমি (৪০) নামে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া রুমি উপজেলার ভালুকা গ্রামের মৃত খবির উদ্দিন চেয়ারম্যানের মেয়ে ও বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন ঝিনাইগাতী শাখার মহিলা বিষয়ক সম্পাদক।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( নালিতাবাড়ী-ঝিনাইগাতী সার্কেল) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ১৩ অক্টোবর বিকেলে রওশন আরা রুমি তার ফেসবুক অ্যাকাউন্টে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে পোস্ট করেন। ছবিটি ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মজিবর রহমানের নজরে আসে। এতে ক্ষুব্ধ ওই আওয়ামী লীগ নেতা সোমবার রাতে বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ও ৩১ ধারায় মামলা করেন (মামলা নং-০৫)।

তিনি বলেন, ওই মামলার প্রেক্ষিতে মঙ্গলবার সকালে রুমিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া রুমির ভাই রেজাউল করিম বলেন, রুমি ফেসবুকের নতুন সদস্য। তিনি ফেসবুক ব্যবহারে অতটা পারদর্শী নন। একজন তার ফেসবুকে বিকৃত ছবিসহ বেশ কয়েকটি ছবি পাঠালে তিনি ভুল করে তা শেয়ার করেন। এটি ইচ্ছাকৃত নয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.