Sylhet Today 24 PRINT

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ১৭ অক্টোবর, ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ায় এক নিরাপত্তাকর্মীকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (১৭ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আজম এ মামলার রায় ঘোষণা করেন।

ফাঁসির সাজাপ্রাপ্ত মতিন সদর উপজেলার ভাটপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় হুমায়ূন মিয়া নামে এক আসামিকে খালাস দিয়েছে আদালত।

বাদীপক্ষের আইনজীবী বসির আহমেদ খান বলেন, জয়নাল দীর্ঘদিন ধরে আমতলী বাজারে পাহারাদারের কাজ করতেন। ২০১৪ সালের ১৬ জুলাই আমতলী বাজারে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী শাহানা বেগম সদর থানায় আব্দুল মতিনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মতিনকে আটকের পর ঘটনা তদন্ত করে পুলিশ মতিন ও হুমায়ূনের নামে অভিযোগপত্র দেয় আদালতে।

আইনজীবী বসির আহমেদ আরও বলেন, পুলিশ দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলেও আদালত শুধু মতিনকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দিয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় হুমায়ূনকে খালাস দিয়েছে আদালত।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৬ জুলাই সদর উপজেলার ভাটপাড়া গ্রামে আমতলী বাজারের নিরাপত্তাকর্মী জয়নাল আবেদীন হত্যার ঘটনায় এই মামলা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.