Sylhet Today 24 PRINT

চট্টগ্রামে অটোরিকশা উল্টে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৭ অক্টোবর, ২০১৮

চট্টগ্রামে বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (১৭ অক্টোবর) সকালে নগরীর দেওয়ানহাট ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিহত আনোয়ারুল আজিম (৫৫) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের খাতুনগঞ্জ শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) ছিলেন।

আহতরা হলেন- ওই ব্যাংকের এফএভিপি শহীদুল ইসলাম (৪৫) এবং অটোরিকশা চালক জহির উদ্দিন (৪০)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, সকালে রামপুরা আবাসিক এলাকার বাসা থেকে খাতুনগঞ্জে কর্মস্থলে যাচ্ছিলেন আনোয়ারুল আজিম ও শহীদুল ইসলাম। দেওয়ানহাট ফ্লাইওভারে একটি বাস তাদের অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে সামনে থাকা একটি ট্রাকের নিচে ঢুকে যায়।

অটোরিকশার তিন আরোহীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আনোয়ারুল আজিমকে মৃত ঘোষণা করেন বলে জানান এএসআই আলাউদ্দিন।

ডবলমুরিং থানার এসআই শরীফ উদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই বাস চালক পালিয়ে যায়। বাসটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.