Sylhet Today 24 PRINT

ওয়াসার ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২২ অক্টোবর, ২০১৮

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় ওয়াসার পাইপলাইনের সংযোগস্থলে নতুন ট্যাংকের শার্টার খুলে ঢোকার পর অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে দুজনের মৃত্যু হয়েছে।

রোববার (২২ অক্টোবর) সকাল ৯টার দিকে ওয়াসার পানি শোধনাগারে এ ঘটনাটি ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন পটুয়াখালী জেলার আবদুর রব মোল্লির ছেলে মো. নজরুল ইসলাম (৩০) ও বাগেরহাট জেলার কচুয়া থানার মো. আল আমীনের ছেলে মো. ইউসুফ (২২)।

পুলিশ জানায়, ১৫-২০ দিন আগে সংযোগস্থলে ওই ট্যাংকে ঢালাই দেওয়া হয়। আজ সকাল ৯টার দিকে ওই ট্যাংকের শার্টার খুলে ভেতরে ঢোকেন শ্রমিকেরা। এ সময় ট্যাংকের ভেতর অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে দুই শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মদুনাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. আবদুল করিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.