Sylhet Today 24 PRINT

অটোরিকশা চালক হত্যা: মেহেরপুরে তিনজনের মৃত্যুদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ২৩ অক্টোবর, ২০১৮

মেহেরপুরে এক অটোরিকশা চালককে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া আরও দুজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৩ অক্টোবর) মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম এ মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আলমগীর হোসেন, মামুন হোসেন ও ওয়াসিম আলী। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ফিরোজ হোসেন ও কাবলু ইসলাম।

মেহেরপুর জজ আদালতের পিপি পল্লব ভট্টাচার্য জানান, ২০১৬ সালের ২৭ অক্টোবর সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন এনায়েত হোসেন খোকন নামে এক অটোরিকশা চালক। পরদিন টেংরামারী মাঠ থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

খোকন জেলা শহরের হোটেল বাজার পাড়ার জলিল খাঁর ছেলে। লাশ উদ্ধারের পর তার স্ত্রী রোকেয়া আক্তার রুমা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

সাক্ষ্য-প্রমাণ শেষে পাঁচজনকে সাজা দিয়েছে আদালত। আসামিপক্ষের আইনজীবী ছিলেন শফিকুল ইসলাম। বাদীপক্ষে ছিলেন পিপি পল্লভ ভট্টাচার্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.