Sylhet Today 24 PRINT

বেনা‌পোল দি‌য়ে দেশে ফিরলেন ভারতে ছিনতাইয়ের শিকার সরবানু

বেনা‌পোল প্রতিনিধি  |  ২৩ অক্টোবর, ২০১৮

চিকিৎসার জন্য ভারতে গি‌য়ে ছিনতাইকারীর কবলে পড়ে পাসপোর্ট ও ব্যাগেজ খুইয়ে ১৭দিন পর নিঃস্ব হয়ে দেশে ফিরলেন সরবানু।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছেন যশোর জেলার ধোপাখোলা গ্রামের আবুল হোসেন হাওলাদারের স্ত্রী সরবানু বেগম (৫৫)।

জানা যায়, চিকিৎসার জন্য ১৭ দিন আগে তি‌নি ভারতে যান। প‌রে ভারতীয় ছিনতাইকারীরা তার পাসপোর্ট, ব্যাগেজ ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়।

সার্চ মানবাধিকার সংস্থার শার্শা উপজেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান রুবেল বলেন, কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন ও সার্চ মানবাধিকারের সাহায্যে তিনি দেশে ফেরত আসেন। সেখানে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দমদম সরকারী নার্সিং হোমে ভর্তি করে তার চিকিৎসার ব্যবস্থা করেন উপ-হাইকমিশনার।

ফেরত আসার পরে তাকে তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে ব‌লেও জানান তি‌নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.