Sylhet Today 24 PRINT

শেরে বাংলা বাঙালির চেতনার বাতিঘর : মার্গুব মোর্শেদ

সিলেটটুডে ডেস্ক |  ২৬ অক্টোবর, ২০১৮

শের-ই-বাংলা এ কে ফজলুল হককে বাঙালির জাতির চেতনার বাতিঘর হিসাবে আখ্যায়িত করে সাবেক তথ্য সচিব ও তার দৌহিত্র সৈয়দ মার্গুব মোর্শেদ বলেছেন, জাতি হিসাবে আমরা তাকে যথাযথ সম্মান প্রদর্শন করতে পারি নাই। জাতির চেতনার জন্মদাতাদের যথাযথ সম্মান প্রদর্শন করতে না পারলে কৃতিসন্তানের জন্ম হয় না।

শুক্রবার মাজার প্রাঙ্গণে শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ কর্তৃক শেরে বাংলা একে ফজলুল হকের ১৪৫তম জয়ন্তিতে তার মাজারে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এঅঞ্চলের মানুষের মুক্তির জন্য আজীবন লড়াই করেছেন। আমৃত্যু তিনি সংগ্রাম করেছেন মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য।

তিনি পদ্মা সেতুর নাম শেরে বাংলা একে ফজলুল হকের নামে নামকরণের দাবি জানান।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. মঞ্জুর হোসেন ঈসা'র সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপি প্রেসিডিয়াম সদস্য মো. মুছা, সংগঠনের সাধারণ সম্পাদক আর কে রিপন, সহ-সভাপতি জাহিদ হোসেন, আনোয়ার হোসেন অপু, ন্যাপ ভাইস চেয়ারম্যান বাবু স্বপন কুমার সাহা, ঢাকা মহানগর সভাপতি মো. শহীদুননবী ডাবলু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.