Sylhet Today 24 PRINT

তাবলিগ জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

সিলেটটুডে ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০১৮

ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরে তাবলিগ জামায়াতের দুই গ্রুপে (কওমি মাদ্রাসা ও দিল্লির মাওলানা সাদ সমর্থকদের) সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

শুক্রবার (৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের কুমিল্লা-সিলেট মহাসড়কের বিরাসার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বেলাল হোসেন (২৪), শহীদুল ইসলাম (৬০), রমজান (৪৪), নজরুল (১৮), আব্দুল হাই (৪৫) সানাউল্লাহ্ (২৭), শাহ্ আলম (৩৫), আব্দুল্লাহ (২২), সোহেল (২৫), আবু ইউসুফ (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কওমি মাদ্রাসা ও মাওলানা সাদ সমর্থকদের নানা বিষয় নিয়ে মতবিরোধ চলছিল। শুক্রবার বিকালে বিরাসার এলাকার মার্কস মসজিদের ঢুকা নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে বাধা দেয়। এ ঘটনায় উত্তাপ ছড়িয়ে পড়ে উভয়পক্ষের মধ্যে।

এর পর সন্ধ্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষ থামাতে কয়েক রাউন্ড টিয়ারগ্যাস ছোঁড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.