Sylhet Today 24 PRINT

ঢাকায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১০ নভেম্বর, ২০১৮

রাজধানী ঢাকার মোহাম্মদপুরে নবোদয় হাউজিং এর সামনে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সুজন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর এ তথ্য নিশ্চিত করে জানান, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং সাদেক খানের সমর্থক দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়।

নিহত সুজন একজন রাজমিস্ত্রি। তিনি নবীনগর হাউজিং এর ১০ নম্বর রোড এর বাসিন্দা নুরুল আমিনের ছেলে।

ওসি জামাল উদ্দিন মীর জানান, ‘শনিবার সকালে জাহাঙ্গীর কবির নানক এবং সাদেক খানের দু’টি গ্রুপ মনোনয়নপত্র নিতে যাচ্ছিলো। এসময় মোহাম্মদপুর নবোদয় হাউজিং এর সামনে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকদের বহনকারী পিকআপের নিচে চাপা পড়ে একজন পথচারী আহত হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে সে মারা যায়।’

নিহত ব্যক্তি এই দুই গ্রুপের কোনও এক গ্রুপের সদস্য কি না জানতে চাইলে ওসি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে তিনি একজন সাধারণ মানুষ। ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পিকাপের নিচে পিষ্ট হয়ে মারা গেছেন। তিনি দুই কোনও গ্রুপের সমর্থক কি না তা জানা যায়নি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.