Sylhet Today 24 PRINT

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক |  ১৪ নভেম্বর, ২০১৮

ময়মনসিংহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ কনস্টেবল। নিহত মোঃ সুমন মিয়াঁ (২৭) মাদক বিক্রেতা বলে দাবী পুলিশের।

পুলিশ জানিয়েছে, সুমন মিয়ার বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১০টির বেশি মামলা রয়েছে। সুমন স্থানীয় চর কালিবাড়ি এলাকার সুরুজ ড্রাইভার ওরফে গোলাম মোস্তফার ছেলে।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জের চর পুলিয়ামারি এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ ঘটে। ঘটনাস্থল থেকে চার কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল জানান, দিবাগত রাতে চর পুলিয়ামারি এলাকায় মাদক কেনাবেচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা তাদের লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে।

এক পর্যায়ে সবাই পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সুমনকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবল ইলিয়াছ মিয়া ও রানাউল ইসলাম আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.