Sylhet Today 24 PRINT

কক্সবাজারে হোটেল থেকে জামায়াত নেতার লাশ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ২০ নভেম্বর, ২০১৮

একটি আবাসিক হোটেল থেকে কক্সবাজার জেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম রহিমুল্লাহর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ নভেম্বর) বিকাল ৩টার দিকে শহরের সাগরগাঁও হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। হোটেলটির মালিক তার শ্বশুর।

হৃদরোগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন হোটেল কর্মচারীদের বরাতে জানান, সোমবার রাত আড়াইটার দিকে রহিমুল্লাহ হোটেলে এসে ৩১৬ নম্বর কক্ষে ওঠেন। মঙ্গলবার সকাল ১০টার দিকেও তিনি ফোনে কথা বলেন। এরপর তিনি আবার ঘুমিয়ে পড়েন। বেলা ২টায়ও তিনি ঘুম থেকে না জাগায় কর্মচারীদের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দেয়।

পুলিশ হোটেলকক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, তাকে খাটের ওপর স্বাভাবিকভাবে ঘুমন্ত অবস্থার মত দেখতে পায় পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

স্বজনরা অভিযোগ দিলে ময়নাতদন্তসহ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে মো. ইকবাল হোসেন জানান।

প্রসঙ্গত, রহিমুল্লাহর গ্রামের বাড়ি সদর উপজেলার ভারুয়াখালীতে। তিনি ভারুয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.