Sylhet Today 24 PRINT

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

সিলেটটুডে ডেস্ক |  ২৯ নভেম্বর, ২০১৮

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেণ।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়।

নিহত ব্যক্তিরা সবাই বাসের যাত্রী ছিল। তাদের পরিচয় পাওয়া যায়নি।

এর আগে ওই সড়কের সায়েদাবাদ এলাকায় বুধবার রাত ২টার দিকে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক আবদুল হামিদ দুর্ঘটনায় বুধবার রাতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম জানান, বৃহস্পতিবার একই সময় দুই দিক থেকে দুটি বাস ও অন্য দিক থেকে একটি ট্রাক এসে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এতে ঘটনাস্থলে এক নারী মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও চারজন।

এতে অন্তত ২৫ জন আহত হন জানিয়ে ওসি বলেন, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকর্মী ও পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ফয়সাল আহমেদ বলেন, তাদের হাসপাতালে মোট ১৮ জনকে আহত অবস্থায় এবং একজনের লাশ আনা হয়। আহতদের মধ্যে চারজন কিছুক্ষণের মধ্যেই মারা যান। অন্যদের জরুরীভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.