Sylhet Today 24 PRINT

১৭ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মিয়ানমার

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ডিসেম্বর, ২০১৮

অবৈধ প্রবেশের অভিযোগে আটক ১৭ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মিয়ানমার।

বুধবার (৫ ডিসেম্বর) দুপুরে মিয়ানমারের মংডুতে ১ নম্বর এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক শেষে তাদের ফেরত পাঠানো হয়।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে আছেন চট্টগ্রামের বাঁশখালীর দুইজন, সাতকানিয়ার একজন, কক্সবাজারের টেকনাফের ১০ জন, রামুর একজন, কক্সবাজার সদরের একজন ও খাগড়াছড়ির মানিকছড়ির দুইজন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফে বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী জানান, ফেরত আসা সবাইকে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য টেকনাফ থানায় পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.