Sylhet Today 24 PRINT

শহর পরিষ্কারে ঝাড়ু হাতে মাশরাফির মা

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০১৮

মহান বিজয় দিবস উপলক্ষে একদল তরুণকে নিয়ে ঝাড়ু দিয়ে নড়াইল শহর পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মা হামিদা মর্তুজা।

শনিবার রাতে চিত্রা নদীর শেখ রাসেল সেতুর দুই প্রান্তে ঝাড়ু দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন মাশরাফির মা।

এ সময় তিনি জানান, ‘আমার ছেলেদের সব ভালো কাজের সঙ্গে আমি আছি এবং থাকব। আমরা সবাই মিলে নড়াইলসহ দেশটাকে গড়ব। তরুণদের ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়ার জন্যই আমার এই উদ্যোগ।’

এ সময় মাশরাফির মামা নাহিদুল ইসলাম, মাশরাফির ছোট ভাই মুরসালিন বিন মর্তুজা, নড়াইল পৌর কাউন্সিলর কাজী জহিরুল হকসহ শতাধিক তরুণ এ কাজে যোগ দেন।

রাত ১২টা ১ মিনিটে শহরের রূপগঞ্জ প্রজন্ম চত্বরে গিয়ে এ কার্যক্রম শেষ হয়।

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের টিকিটে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে যাওয়া মাশরাফির প্রতিষ্ঠিত নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এ কাজে সহায়তা করে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.