Sylhet Today 24 PRINT

বৈদ্যুতিক পণ্যে সোনা

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০১৮

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে খেলনা পিয়ানো, ডিভিডি প্লেয়ার ও ব্লেন্ডারের মতো বৈদ্যুতিক পণ্যের যন্ত্রাংশের মধ্যে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা করেছিলেন দুবাই থেকে আসা এক যাত্রী।

রোববার (১৬ ডিসেম্বর) সকালে কাস্টমস কর্মকর্তারা এসব পণ্যের ভেতর থেকে ৪ কেজি ২৫৬ গ্রাম সোনা উদ্ধার করেছেন।

বাড়তি কৌশল হিসেবে এসব সোনার বারের বাইরে দেওয়া হয় রুপার প্রলেপ। তবু শেষ রক্ষা হয়নি।

সোনা পাচারের ঘটনায় আটক বিমানযাত্রী মো. শওকত আকবরের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। তার বিরুদ্ধে থানায় মামলা হচ্ছে।

কাস্টমসের সহকারী কমিশনার মাহবুবুর রহমান দুপুরে জানান, ‘কাস্টমস কমিশনারের কাছ থেকে গোপন সংবাদ পাওয়ার পর ওই যাত্রীকে তল্লাশি করা হয়। তার ব্যাগ স্ক্যানে দেওয়ার পর সোনার বারের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। এরপর ফুট মেসেঞ্জার ও ব্লেন্ডারের মোটর খুলে ৩ কেজি ৪৪০ গ্রাম গোলাকৃতির সোনার বার পাওয়া যায়। এ ছাড়া খেলনা পিয়ানো, ডিভিডি প্লেয়ারের অ্যাড পটার ও মোবাইলের ভেতর থেকে ৮১৬ গ্রাম সোনা পাওয়া যায়।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.