Sylhet Today 24 PRINT

নারায়ণগঞ্জে বাসায় আগুন লেগে একই পরিবারের ৯ জন দগ্ধ

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০১৮

নারায়ণগঞ্জে গ্যাসের পাইপ লাইনের ছিদ্র থেকে বাসায় আগুন লেগে একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছে।

বুধবার (১৯ ডিসেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার হকবাজার এলাকায় চারতলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আগুনে দগ্ধ ওই বাড়ির ভাড়াটে পোশাক তৈরির দোকানের মালিক শ্রীনাথ চন্দ্র বর্মণের (৪০) জানান, আজ ভোরে পরিবারের সবাই দরজা-জানালা বন্ধ করে ঘুমিয়ে ছিলেন। ভোরে আলো জ্বালাতেই আগুন দেখতে পান। এ ঘটনায় সবাই দগ্ধ হন। প্রতিবেশী অনাথ চন্দ্রসহ অন্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেন।

আগুনে আরও দগ্ধ হয়েছেন শ্রীনাথের স্ত্রী অর্চনা (৩৫), মেয়ে অনামিকা (১৫), ছেলে অর্পিত (৯), মা ছায়া রানী (৬০), বোন সুমিত্রা (২৭), জামাতা নারায়ণ চন্দ্র (৪০), ভাতিজা প্রমিত (১৪) ও শাওন (১০)।

চিকিৎসকের বরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, চারজনের অবস্থা গুরুতর। অন্যদের অবস্থাও আশঙ্কামুক্ত নয়। বদ্ধ ঘরে আগুন লাগলে শ্বাসনালিতে আগুন ঢোকে। এতে শ্বাসনালি পুড়ে যায়। দগ্ধ অবস্থায় আজ সকালে নয়জনকে হাসপাতালে আনা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, লাইনের ছিদ্র থেকে জমা গ্যাস থেকে কোনোভাবে ঘরে আগুন লেগে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.