Sylhet Today 24 PRINT

যমুনা নদীতে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০১৮

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে আরিচা-কাজীরহাট নৌপথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেন (৪২) পাবনার সাঁথিয়া উপজেলার ঘুঘুধারা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

নিখোঁজ তিনজন হল নরসিংদী সদর উপজেলার তারাবো এলাকার দেলোয়ার হোসেনের নয় মাসের ছেলে তামিম হোসেন, মেয়ে তনয় আক্তার (৩) ও পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম এলাকার রফিকুল ইসলামের মেয়ে দীপ্তি আক্তার (১৫)।

শিবালয় থানার ওসি মিজানুর রহমান বলেন, আরিচা ঘাট থেকে যাত্রী নিয়ে পাবনার কাজীরহাট ঘাটে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্পিডবোটের চার যাত্রী নিখোঁজ হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতপরিচয় একজনের লাশ উদ্ধার করতে পারলেও অন্য তিনজনের খোঁজ পাচ্ছে না বলে জানান তিনি।

দেলোয়ার হোসেনের বরাতে ওসি জানান, দেলোয়ার তার দুই সন্তানকে নিয়ে স্পিডবোটে করে যাচ্ছিলেন। সংঘর্ষের পর তিনি আর তার দুই সন্তানকে দেখতে পাননি।

অন্য যাত্রীরা জানিয়েছেন, দীপ্তি নামে আরও এক কিশোরী ওই স্পিডবোটে ছিল, যাকে তারা দুর্ঘটনার পর আর দেখতে পাননি।

নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে বলে জানান ওসি মিজানুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.