Sylhet Today 24 PRINT

শৈত্যপ্রবাহে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে

সিলেটটুডে ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০১৮

শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বিস্তীর্ণ অঞ্চলে। কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৫.২ ডিগ্রি সেলসিয়াসে।

রোববার ভোটের দিনও এমন আবহাওয়া থাকবে। জবুথবু শীতেই ভোটকেন্দ্রে যেতে হবে অনেক এলাকার ভোটারকে। এমনটিই বলছেন আবহাওয়াবিদরা।

মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ চলছে গত তিন দিন ধরে। শুক্রবার কুড়িগ্রাম জেলার রাজারহাটে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া চুয়াডাঙ্গার তাপমাত্রা ৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

শুক্রবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা এলাকায় তীব্র শৈত্য প্রবাহ ((তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে) বিরাজ করছে।

এছাড়া ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগ; রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বাকি এলাকা এবং সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙামাটি, কুমিল্লা, ফেনী ও শ্রীমঙ্গল অঞ্চলের ওপর দিয়ে মাঝারি (৮-৬ ডিগ্রি সেলসিয়াস) থেকে মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই শৈত্যপ্রবাহ রোববারও অব্যাহত থাকতে পারে এবং সারা দেশের আবহাওয়া মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে।

রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের ২৯৯ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা থাকতে পারে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.