Sylhet Today 24 PRINT

নতুন বইয়ে ভুল ধরলে পুরস্কার

সিলেটটুডে ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০১৯

নতুন বইয়ে ভুল বের করতে পারলে পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম। শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করে তুলতে এমন ঘোষণা দেন তিনি।

মঙ্গলবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোণা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে বই উৎসবে জেলা প্রশাসক এ ঘোষণা দেন। এই ঘোষণা শুধু এই বিদ্যালয়ের ছাত্রীদের জন্য।

সোমবার সারা দেশে শিক্ষার্থীদের নতুন ক্লাসের বই দেওয়া হচ্ছে।

মঈনউল ইসলাম ওই বিদ্যালয়ের ছাত্রীদের বলেন, ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত যেসব ছাত্রী ৩১ জানুয়ারির মধ্যে নতুন বইয়ে ভুল ধরতে পারবে তাদের পুরস্কার দেওয়া হবে। প্রত্যেক শ্রেণিতে তিনজনকে সবচেয়ে বেশি ভুল ধরার জন্য এই পুরস্কার দেওয়া হবে।

তবে কী পুরস্কার দেওয়া হবে তিনি তা বলেননি।

জেলা প্রশাসক জানান, এ জেলায় এ বছর ৩৬ লাখ ৭০ হাজার ৬৬৫টি বই দেওয়া হবে।

বই উৎসবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জিএম খান পাঠান বিমল, প্রধান শিক্ষক লুৎফুর হায়দার ফকির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.