Sylhet Today 24 PRINT

৪৮ ঘন্টার মধ্যে নির্বাচনী পোস্টার অপসারণের ঘোষণা সাঈদ খোকনের

সিলেটটুডে ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০১৯

৪৮ ঘণ্টার মধ্যে সব নির্বাচনী পোস্টার, ফেস্টুন অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

বুধবার (২ জানুয়ারি) সকালে পুরান ঢাকার সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে নির্বাচনী পোস্টার অপসারণ কাজ উদ্বোধনের সময় তিনি এ ঘোষণা দেন।

সাঈদ খোকন বলেন, গত ৩০ ডিসেম্বর দেশে উৎসব মুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে প্রার্থীরা পোস্টার-ফেস্টুন ও ব্যানারসহ নির্বাচনী প্রচার সামগ্রী ব্যবহার করেছেন। আমরা এই প্রচার সামগ্রী অপসারণের মধ্য দিয়ে নগরবাসীকে পরিচ্ছন্ন ঢাকা উপহার দিতে চাই। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যাবতীয় পোস্টার সামগ্রী অপসারণ করবে ডিএসসিসি। এই সময়ের মধ্যে উত্তর সিটি করপোরেশনও কাজ করবে।

মেয়র সাঈদ খোকন বলেন, এই সময়ের মধ্যে ডিএসসিসির একার পক্ষে সব পোস্টার অপসারণ কিছুটা কঠিন হবে। তাই নির্বাচনে যারা অংশ নিয়েছেন তাদের ও রাজনৈতিক দলকে অনুরোধ করছি আপনারা আমাদের সাহায্য করবেন। আমরা সবাই মিলে এই শহরকে সুন্দর করে নগরবাসীকে উপহার দিতে চাই।

পরে সাঈদ খোকন নিজ হাতে ঢাকা-৬ আসনের নবনির্বাচিত সাংসদ কাজী ফিরোজ রশীদের নির্বাচনী পোস্টার অপসারণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.