Sylhet Today 24 PRINT

৫ ঘন্টা পর উত্তরায় যান চলাচল স্বাভাবিক

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জানুয়ারী, ২০১৯

রাজধানীর উত্তরায় পাঁচ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। দাবি পূরণের আশ্বাস পেয়ে বিক্ষোভরত পোশাক শ্রমিকেরা রাস্তা থেকে সরে গিয়েছেন।

রোববার (৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে কয়েকটি পোশাক কারখানার শত শত শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে।

উত্তরার আজমপুর থেকে জসীমউদ্দিন সড়ক পর্যন্ত অবস্থান নেন তারা। বিভিন্ন দাবিতে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেন তারা।

এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা দুইটার দিকে শ্রমিকেরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

উত্তরা জোনের পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান সরদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা পোশাক মালিকদের সঙ্গে কথা বলেছি। তারা সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। তাদের আশ্বাস পেয়ে শ্রমিকেরা রাস্তা থেকে সরে গেছেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.