Sylhet Today 24 PRINT

বনভোজনের বাসে প্রায় আড়াই লাখ ইয়াবা, আটক ৬

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৯

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় পাচারের সময় বিপুল পরিমাণ ইয়াবা বড়ি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (৯ ফেব্রুয়ারি) ভোরে বনভোজনের বাসের ভেতর তল্লাশি চালিয়ে র‍্যাব ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করে।

মাদকবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে সাম্প্রতিক সময়ে এটি অন্যতম বড় চালান। এ ঘটনায় সন্দেহভাজন ছয়জনকে আটক করা হয়েছে।

আটক করা ব্যক্তিদের মধ্যে একজনের নাম আতিয়ার রহমান। অন্যদের নাম জানা যায়নি।

র‌্যাব–৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মাশরুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, কক্সবাজার থেকে আসা বনভোজনের বাসে ইয়াবা যশোরের ঝিকরগাছা এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। বাসটির সামনে আনন্দভ্রমণ লেখা ব্যানারও ঝোলানো রয়েছে। কর্ণফুলী ব্রিজ এলাকায় বাস থামিয়ে আরোহীদের কাছে রাখা মালপত্র তল্লাশি করা হয়। এর ভেতর থেকে ইয়াবা উদ্ধার করে র‌্যাব।

এক প্রশ্নের জবাবে র‌্যাব কর্মকর্তা মাশরুর জানান, পিকনিক বাসে থাকা সব যাত্রী ইয়াবা পরিবহনের বিষয়টি জানেন না। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের সঙ্গে থাকা কয়েকজন ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। কে বা কারা এই চক্রের সঙ্গে জড়িত, তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.