Sylhet Today 24 PRINT

চট্টগ্রামে আগুন লেগে শতাধিক ঘর পুড়ে ছাই

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০১৯

চট্টগ্রামের অক্সিজেন এলাকায় আগুনে তিনটি কলোনির শতাধিক কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার রাত পৌনে ১০টার দিকে অক্সিজেন এলাকার কেডিএস গার্মেন্টেসের পেছনের জসিমের কলোনিতে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দীন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা জসিমের কলোনি থেকে রহিমের কলোনি এবং আলী আকবরের কলোনিতেও ছড়িয়ে পড়ে।

রাত পৌনে ১টার দিকে বায়েজিদ, চন্দনপুরা ও আগ্রাবাদ স্টেশনের মোট নয়টি গাড়ি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুনে জসিমের কলোনির ৪৭টি, আলী আকবরের কলোনির ৪০টি এবং রহিমের কলোনির ২৭টি ঘর পুড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রেল লাইনের ধারে গড়ে ওঠা এসব কাঁচা ঘরে নিম্ন আয়ের লোকজন বসবাস করেন। তবে আগুনে কেউ হতাহত হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.