Sylhet Today 24 PRINT

শিশু ধর্ষণের পর হত্যা: একজনের ফাঁসির রায়

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০১৯

চট্টগ্রামের হাটহাজারীতে ১০ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

রোববার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোতাহির আলী এ রায় প্রদান করেন।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ নাসের জানান, ধর্ষণের পর শিশুটিকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দিয়েছেন।   

তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং ৯ (২) ধারায় তাকে মৃত্যুদণ্ডের সাথে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সাজাপ্রাপ্ত আসামি আমির হোসেন জামাল বর্তমানে কারাগারে আছেন। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানায়।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০০৮ সালের ১৬ মে হাটহাজারী উপজেলার মেখল গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে যাওয়া শিশুটিকে ওই বাড়ির কৃষিশ্রমিক আমির ধর্ষণ করেন। পরে শিশুটিকে হত্যা করে লাশ খালে ফেলে দেয় আমির। পরদিন শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির আবদুর রহিম বাদি হয়ে আমির হোসেনকে আসামি করে হাটহাজারী থানায় মামলা করেন।

২০০৮ সালের ২৫ আগস্ট আমিরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরের বছরের ৮ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগের মধ্যে দিয়ে বিচার শুরু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.