Sylhet Today 24 PRINT

চুড়িহাট্টা ট্র্যাজেডি: আরও দুজনের মরদেহ হস্তান্তর

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মার্চ, ২০১৯

ফাইল ছবি

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের দুই সপ্তাহ পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত আরও দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মার্চ) ইব্রাহিম ও নুরুল হক নামের দুজনের মরদেহ তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছেন।

পেশায় রিকশাচালক ইব্রাহিমের গ্রামের বাড়ি শরীয়তপুরের ঘোসাইহাটে। স্ত্রী রোকসানা মর্গে এসে তার লাশ বুঝে নেন। আর তরকারি বিক্রেতা নুরুল হকের বাড়ি কিশোরগঞ্জে। তার মরদেহ হস্তান্তর করা হয় শ্বশুর ফজলুর রহমানের কাছে।

ফজলুর রহমান মর্গে সাংবাদিকদের জানান, চুড়িহাট্টা মসজিদের সামনে তরকারি বিক্রি করতেন তার জামাতা। ঢাকায় তিনি থাকতেন ইসলামবাগে। স্ত্রী রহিমা আক্তার আর এক বছরের ছেলে আলামিন কিশোরগঞ্জে গ্রামের বাড়িতে থাকে।

প্রসঙ্গত, ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টা মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ৬৭ জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে হাসপাতালে মারা যান আরও চারজন। অগ্নিকাণ্ডের পর দুই দিনে ৪৮ জনের লাশ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হলেও বাকিদের পোড়া লাশ চেনার অবস্থা না থাকায় ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হয়।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) যে ১৯টি লাশের ডিএনএ নমুনা পরীক্ষা করেছে, তাদের মধ্যে ১১ জনের পরিচয় জানা সম্ভব হয়েছে বুধবার পর্যন্ত। ওই ১১ জনের মধ্যে আট জনের লাশ বুধবারই স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। বাকি তিনজনের মধ্যে দুজনের মরদেহ হস্তান্তর করা হল বৃহস্পতিবার।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদুল ইসলাম বলেন, দুলাল কর্মকার (৪০) নামে আরও একজনের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। তার বাড়ি রাজশাহী, ঢাকায় থাকতেন কামরাঙ্গীরচরে। স্বজনরা রাজশাহী থেকে এলে তার লাশও বুঝিয়ে দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.