Sylhet Today 24 PRINT

বঙ্গোপসাগরে জলদস্যুর হামলায় মাঝি নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মার্চ, ২০১৯

বরগুনার পাথরঘাটাসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে জলদস্যুর হামলায় এক মাঝি নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে পাথরঘাট থানার পুলিশ নিশ্চিত করেছে।

নিহত মাঝির নাম আল আমিন সরদার (৪০)। তিনি সদর উপজেলার ধলুয়া ইউনিয়নের মরখালী গ্রামের বাসিন্দা।

মাছ ধরার ট্রলার এফ বি তামান্না শারমিনে বুধবার ডাকাতির ঘটনা ঘটে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ শিকদার এবং ট্রলার এফ বি তামান্না শারমিনের মালিক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

ট্রলারমালিকের বরাতে আড়তদার হাফিজুর রহমান বলেন, মঙ্গলবার বরগুনার মোল্লা হোরা ঘাট থেকে এফ বি তামান্না শরমিনে একদল জেলে মাছ ধরতে যান। বুধবার রাত ১০টার দিকে সাগরের পক্ষীদিয়াসংলগ্ন এলাকায় জলদস্যুরা হামলা চালায়। গুলিতে সহকারী মাঝি আল আমিন সরদার নিহত হন।

''এ সময় তার ছেলে সঙ্গে ছিল। যেখানে হামলা হয়, সেই এলাকা পাথরঘাটা থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে।''

ওসি হানিফ শিকদার বলেন, ‘নিহত মাঝির বুক ও পেটে গুলি লেগেছে। ওই আঘাতেই তার মৃত্যু হয়। আমি লাশ দেখেছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.