Sylhet Today 24 PRINT

রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনায় উদ্বেগ

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মার্চ, ২০১৯

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) কক্সবাজারের শিবির থেকে এক লাখের বেশি রোহিঙ্গাকে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করেছে।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, রোহিঙ্গাদের জন্য ভাসানচর হবে ‘কারাগারতুল্য’।

শুক্রবার (১৫ মার্চ) এইচআরডব্লিউ তাদের ওয়েবসাইটে এই বিবৃতি প্রকাশ করেছে।

নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থাটি উল্লেখ করেছে, ভাসানচরে রোহিঙ্গাদের জন্য নির্মাণ করা অবকাঠামো দেখাতে বাংলাদেশ সরকার কিছু কূটনীতিক ও অন্য বিদেশি কর্মকর্তাদের সেখানে নিয়ে যায়।

কিন্তু জানুয়ারি মাসে জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি ভাসানচর পরিদর্শন করে এসে বলেছেন, তার কাছে বেশ কিছু বিষয় অস্পষ্ট রয়ে গেছে। এর মধ্যে অন্যতম হলো ভাসানচর প্রকৃতই বসবাসযোগ্য হবে কি না, সেই বিষয়টি।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ভাসানচরের কাছাকাছি থাকা হাতিয়ার কিছু বাসিন্দা বলেছেন, এটি বসবাসযোগ্য নয়। কেননা, প্রতি বর্ষা মৌসুমে এই চরের অংশবিশেষ ক্ষয়ে যায়।

তাদের একজন এইচআরডব্লিউকে বলেছেন, ‘ওই সময় আমরাও সেখানে যাওয়ার সাহস পাই না। তাহলে হাজার হাজার রোহিঙ্গা সেখানে কীভাবে থাকবে?’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.